যাত্রার মঞ্চে ছুরি হা’মলা: সৌদিতে এক ইয়েমেনির ফাঁ’সির রায় !!

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি যাত্রাপালার অনুষ্ঠানে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত এক ইয়েমেনি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

গত নভেম্বরে রিয়াদে লাইভ কনসার্ট চলাকালীন ওই ব্যক্তি মঞ্চে উঠে তিন শিল্পীকে ছুরিকাঘাত করেন। রোববার ৩৩ বছর বয়সী ইয়েমেনির বিরুদ্ধে আদালত সর্বোচ্চ এ সাজা ঘোষণা করেছেন। কিং আবদুল্লাহ পার্কে মঞ্চ নাটকের শো চলাকালে এ ঘটনা ঘটেছিল।

টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া বলছে, একই হা’মলার সঙ্গে জড়িত অপর এক ব্যক্তিকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ১১ নভেম্বর কিং আবদুল্লাহ পার্কে লাইভ কনসার্ট চলাকালীন ছু’রি হা’মলা হয়। এতে কনসার্টের তিন স্প্যানিশ শিল্পীসহ আরও বেশ কয়েকজন আহত হয়।

ইসলামী অনুশাসন কঠোরভাবে অনুসরণ করা সৌদি আরব প্রশাসন সাম্প্রতিক সময়ে বিনোদনের বিষয়ে আইনকানুন শিথিল করেছে। তারপর রিয়াদে দুই মাসব্যাপী এক বিনোদন উৎসবের আয়োজন করা হয়েছে। ওই উৎসবের কয়েকটি অনুষ্ঠানস্থলের মধ্যে কিং আবদুল্লাহ পার্কও রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *