Internation News
যু’ক্তরাষ্ট্রকে হটাতে, এবার ই’রানের পাঁশে দাঁড়ালো পাকিস্তান !!

গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
এমতাবস্তায়, রবিবার( ১২ জানুয়ারি) ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎকালে বলেন, শহীদ সোলাইমানির হত্যাকাণ্ড পাকিস্তানকে হতভম্ব করেছে। প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরানের ওপর হামলার কাজে পাকিস্তান সরকার কখনো সেদেশের ভূমি ব্যবহার করতে দেবে না।
এদিকে, প্রেসিডেন্ট রুহানি মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই মুহূর্তে সবার উচিত উত্তেজনা প্রশমন করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করা।