যুক্তরাষ্ট্রের নাগরিকরা শিশুদের নাম ‘মুহাম্মাদ’ রেখে রেকর্ড গড়ল !!

মুহাম্মাদ নাম রাখার প্রবণতা শুধু মুসলিম বিশ্বে নয়, পশ্চিমা বিশ্বেও নবজাতকের নাম মুহাম্মদ রাখার প্রচলন ক্রমেই বেড়ে চলছে।

শুক্রবার আল জাজিরা জানিয়েছে ,মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিমরা মহানবী সা. এর প্রতি ভালবাসার ঠিক এরকমই নতুন আরেকটি দৃষ্টান্ত দেখিয়েছেন। নিজেদের নবজাতকদের নাম মুহাম্মাদ রেখে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তারা।

দেশটির একটি সমীক্ষা বলছে, ২০১৯ সালে জন্ম নেয়া নবজাতকের নামের তালিকায় শীর্ষ দশে উঠে এসেছে ‘মুহাম্মাদ’।
বিশেষজ্ঞরা বলছেন, নিঃসন্দেহে এটি ইসলামের সবশেষ নবী ও রাসুল মুহাম্মাদ সা. এর প্রতি প্রেম ও মুহাব্বাতের অন্যতম বহিঃপ্রকাশ ।

বৃহস্পতিবার ‘বেবি-সেন্টার’ নামের যুক্তরাষ্ট্রের ওই সংস্থার সমীক্ষা ছেলে ও মেয়ে নবজাতকের পৃথক পৃথক শীর্ষ ২০টি নামের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে-তাতে দেখা যায়,ছেলেদের নামের তালিকায় দশম স্থানে উঠে এসেছে ‘মুহাম্মাদ’।

খৃষ্টান অধ্যুষিত দেশ হওয়ায় স্বাভাবিকই শুরুর দিকে স্থান পেয়েছে অন্যসব সাধারণ নাম। ছেলেদের নামের তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয়তে আছে যথাক্রমে-লিয়াম,জ্যাকসন ও নুহ এবং মেয়েদের নামের তালিকায়-যথাক্রমে, সোফিয়া,অলিভিয়া ও এমা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *