যেভাবে বুঝবেন আপনার হাড় ক্ষয় হচ্ছে !!

হাড় ক্ষয় বা অস্টিওপরোসিস জটিল রোগ। হাড় ক্ষয়ের লক্ষণের বিষয়ে আলোচনা করছেন ডা. কমল কলি হোসেন।

প্রশ্ন : অস্টিওপরোসিসের লক্ষণ কী?

উত্তর : অস্টিওপরোসিস সাধারণত বোঝা যায় না। তেমন লক্ষণ প্রকাশ পায় না। অস্টিওআরথ্রাইটিস থেকে ব্যথা-বেদনা হতে পারে। অস্টিওপরোসিস হলে হাড় পাতলা হয়ে যায়।

রোগী যখন পড়ে যায়, অনেক উঁচু থেকে হয়তো পড়ল না, তবে হাড় ফ্র্যাকচার হয়ে যাবে। বার বার ফ্র্যাকচার হচ্ছে। দেখা যাচ্ছে, তার মেরুদণ্ডে সমস্যা হচ্ছে।

একটি টেস্ট রয়েছে, যাকে বলে ডেক্সসাস স্ক্যান, সেটি করা খুব জরুরি। এটি করলেই বোঝা যায়, হাড় ক্ষয় হয়েছে কি না। বাংলাদেশে এটি করা যায়।

৫৫ বছর থেকে শুরু করে, ষাঠোর্ধ্ব ব্যক্তির এটি করা উচিত। পরীক্ষা করার পর মাত্রা মাইনাস ওয়ানের নিচে গেলে আমরা বলি অস্টিওপরোসিস। এর আগে পর্যন্ত হলো, অস্টিওপেনিয়া।

নারী-পুরুষ সবারই এ রোগ হয়। তবে নারীর হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাদের হরমোনে সমস্যা থাকে, খাওয়া-দাওয়ার সমস্যা থাকে।

সূত্র : এনটিভি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *