যে কারণে নির্বাচনে জিতলেও ৩ মাস পর দায়িত্ব পাবেন আতিক-তাপস !!

দায়িত্ব পেতে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে। আওয়ামী লীগের এ দুই মেয়রকে আইন অনুযায়ী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দায়িত্ব গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) একাধিক কর্মকর্তা জানান, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তরে ভোট হওয়ার পর ১৪ মে প্রথম সভা হয়। সেই হিসাবে ২০২০ সালের ১৩ মে পর্যন্ত বহাল থাকবে আগের নির্বাচিতরা।

২০১৫ সালের ২৮ এপ্রিল উত্তরের মতো ঢাকা দক্ষিণ সিটিতেও ভোট হয়েছিল, তাতে মেয়র হোন সাঈদ খোকন। তার কর্পোরেশনে প্রথম সভা হয় ১৭ মে, অর্থাৎ তার মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। দুই সিটির নব নির্বাচিতদের নাম, ঠিকানাসহ ফলাফল গেজেট আকারে প্রকাশের ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ইসির অনুমোদনের জন্য চলতি সপ্তাহে পাঠানো হতে পারে। এরপর শপথ আয়োজনের বিষয়টি স্থানীয় সরকার বিভাগ দেখবে।

আইনি বাধ্যবাধকতার কারণে আতিক উত্তরের মেয়র পদ ছেড়ে নতুন নির্বাচনে অংশ নিয়ে পুনর্নিবাচিত হন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, দক্ষিণের নবনির্বাচিত মেয়রের দায়িত্বকাল কখন শুরু হবে, তা পরিষ্কার। বর্তমান মেয়র মেয়াদ শেষ হওয়ার পরেই নতুন নির্বাচিত মেয়র দায়িত্ব নেবেন। সেক্ষেত্রে সাঈদ খোকনের মেয়াদ শেষে দায়িত্ব নেবেন শেখ ফজলে নূর তাপস। হেলালুদ্দীন বলেন, ‘আমার মনে হয় সবাইকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে গেজেটের পর শপথ হয়ে থাকলেও অসুবিধা নেই।

সূত্রঃবিডি২৪লাইভ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *