যে কারণে মাহাথির ভারতের বি’রুদ্ধে ‘প্রতিশো’ধ’ নিতে চান না !!

কূটনৈতিক বিবাদে পাম ওয়েল আমদানিতে নতুন বিধিনি’ষিধে ভারতের বি’রুদ্ধে কোনো বাণিজ্যিক ‘প্র’তি’শোধ’ নিতে চান না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।ভারতের পাম তেল কেনা বয়’কটের বিষয়ে প্রতিক্রিয়ায় সোমবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলে সাংবাদিকদের এ কথা জানান মাহাথির।তিনি বলেন, প্রতি’শো’ধের চেয়ে সঙ্কট নিরসনের পথে হাঁটতে চান তিনি।

মাহাথির বলেন, আমরা ছোট একটি দেশ। পাম তেল কেনা বন্ধ করার জবাবে ভারতের বি’রু’দ্ধে প্র’তি’শো’ধমূলক পদক্ষেপ নিতে চাই না। বরং এ থেকে উত্তরণের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে।ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের সমালোচনার প্রতি’বাদে এ মাসেই মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নি’ষি’দ্ধ করে ভারত।

এর আগে এক মন্তব্যে মাহাথির বলেন, ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কিনবে না তা জানতো কুয়ালালামপুর। সেই সময় মাহাথির বলেন, দেশ আর্থিকভাবে ক্ষ’তির সম্মুখীন হলেও অ’ন্যা’য়ের বি’রু’দ্ধে তিনি কথা বলে যাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *