যে কারনে চীন থেকে নেওয়া এন৯৫ মাস্কের দাম দেবে না কানাডা !!

চীন থেকে আমদানি করা ‘এন৯৫ মাস্ক’ করোনার চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের অযোগ্য হওয়ায় তার জন্য কোনও মূল্য পরিশোধ করবে না কানাডা।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার একথা বলেছেন বলে গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।ট্রুডো জানিয়েছেন, এই মাস্কগুলো অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে কর্মকর্তারা আমদানিকারদের সঙ্গে কথা বলছেন।

তিনি বলেন, ফ্রন্ট লাইন ওয়ার্কারদের এই মাস্ক দেওয়ার পরিকল্পনা ছিল; তবে এর মান ঠিক নেই। এসব মাস্কের জন্য চীনকে কোনও অর্থ দেওয়া হবে না।ট্রুডো বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছে এগুলো পৌঁছানোর আগেই আমরা সব মাস্ক পরীক্ষা করছি।স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে কোনও আপস করা হবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *