যে কারনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবেন না মাহমুদউল্লা !!
পাকিস্তানে দুই ধাপে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের প্রথম ম্যাচে খেলেছে টাইগাররা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর ফের পাকিস্তানে যাবে বাংলাদেশ। তবে দু’দলের সিরিজের একমাত্র ওয়ানডেতে পাওয়া যাবে না মাহমুদউল্লাহকে।
পাকিস্তানের বিপক্ষে ৩৪ বছর বয়সী তারকার ওয়ানডেতে না থাকার বিষয়টি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক সভা শেষে নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।নান্নু জানান, ‘পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় সন্তানের জন্ম দিতে পারেন মাহমুদউল্লাহর স্ত্রী। সময়টায় সে স্ত্রীর পাশে থাকতে চায়। বিষয়টি সে মিটিংয়ে মৌখিকভাবে জানিয়েছে।’
সিরিজের একমাত্র ওয়ানডে ও শেষ টেস্ট খেলতে তৃতীয়বারের মতো পাকিস্তান যাবে বাংলাদেশ। ০৩ এপ্রিল ওয়ানডে খেলবে দু’দল। এরপর ৫ এপ্রিল শুরু হবে শেষ টেস্ট। দু’টি ম্যাচই হবে করাচিতে।