যে কারনে বাংলাদেশ থেকে ভারত যাচ্ছে ৮টি ফ্লাইট !!
চেন্নাই ও কলকাতায় আটকে থাকা বাংলাদেশীদের ফেরত আনতে ঢাকা থেকে ৮টি ফ্লাইট পাঠাচ্ছে ইউএস বাংলা। শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ এসব জানিয়েছে।
২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দু’টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফ্লাইট পরিচালিত হবে। দু’টি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস বাংলা।
২৪ মার্চ থেকে ভারতে শুরু হয়েছে লকডাউন৷ করোনা ভাইরাসের সংক্রমণে বাড়তে থাকায় ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ে লকডাউনের মেয়াদ বেড়েছে৷ ফলে গভীর সংকটে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশের মানুষ৷ প্রতি বছর চিকিৎসা করাতে ভারতের বিভিন্ন শহরে আসেন প্রতিবেশী দেশের নাগরিকরা৷ কলকাতা, মুম্বই, চেন্নাই-এর সঙ্গে অনেকের গন্তব্য তামিলনাড়ুর শহর ভেলোর৷ সর্বাধিক সংখ্যক বাংলাদেশি এখানে আসেন৷