Internation News
যে কোনো মুহূর্তে দুবাইয়ে হা’মলা !!

সম্প্রতি মার্কিন সামিরক স্থাপনায় হামলার জেরে যদি পাল্টা হামলা হয় তাহলে আরোও মারাত্মক হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যদি তাই হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই ও ইসরাইলে হামলা করবে তারা।
এদিকে আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে এমন হুমকি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
এদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী ইরানের ওপর আর কোনো হামলা চালালে আইআরজিসি ছাড়াও ইস’রাইলে হামলা করবে হিজবুল্লাহ।
এতে আরো বলা হয়, শয়তান, রক্তপিপাসু ও অহংকারী মা’র্কিন শাসকদের সতর্ক করে দিচ্ছি। যদি ইরা’নের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো হয়, তাহলে আরোও কঠোর জবাব দেয়া হবে।