যে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন মাশরাফি !!

গত শুক্রবার (১৯ জুন) করোনা আক্রান্ত হোন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ’র তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়। জানা গেছে, মাশরাফির জন্য প্রেসক্রিপশন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত এই চিকিৎসক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আব্দুল্লাহ স্যারের (প্রধানমন্ত্রীর চিকিৎসক) প্রেসক্রিপশন পাঠানো হয়েছে মাশরাফিকে। বিসিবি সভাপতি তার সঙ্গে কথা বলেছেন।’বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘মাশরাফির পুরোনো অ্যাজমা রোগ নিয়ে তারা একটু চিন্তিত। তবে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। শুধু ঘুম একটু কম হচ্ছে। সে অ্যাজমার রোগী। যাদের অ্যাজমা আছে তাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

যেহেতু আগে থেকে তাদের ফুসফুস দুর্বল হয়ে আছে। ওর চিকিৎসা ব্যবস্থা আব্দুল্লাহ স্যার দেখছেন।’ করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মাশরাফি সংকট মোকাবিলায় সক্রিয় ছিলেন। নিজের নির্বাচনী এলাকায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হন। মাশরাফির অ্যাজমা থাকলেও খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন বিসিবির চিকিৎসকেরা। কারণ ক্রিকেটার হওয়ায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। আর মানসিকভাবে তিনি দৃঢ় হওয়ায় ইমিউনিটিও ভালো কাজ করার কথা।

সূত্র- বিডি২৪লাইভ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *