যে তিন দিক দিয়ে ভ’য়াবহ বি’পদের মুখে আছে ভারত !!
তিন দিক দিয়ে ভ’য়াবহ বি’পদের মুখে ভারত। দেশটি নিয়ে এমনই আশ’ঙ্কাবাণী করছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি সংবাদপত্রে তাঁর একটি কলামে লেখেন, সামাজিক বি’শৃঙ্খলা, অর্থনৈতিক ম’ন্দা এবং বিশ্বজুড়ে মহামারির এই ত্রিভূজ ভারতের আ’ত্মাকে ক্ষ’ত-বি’ক্ষত করে দেবে।
সামাজিক বি’শৃঙ্খলা নিয়ে যা বললেন মনমোহন
নিজের লেখায় মনমোহন সিং দিল্লিতে ঘটা হিংসার বিষয়ে উ’দ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, আমাদের সমাজের কিছু বিশৃ’ঙ্খল মানুষ এই ঘটনার জন্য দায়ী। পাশাপাশি রাজনৈতিক বহু নেতাও এই বিশৃ’ঙ্খল মানুষদের দলে পড়ে। এরা সম্মিলিতভাবে সা’ম্প্রদায়িক এই হিং’সার আ’গুনে ঘি ঢেলেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘটনা নিয়ে উ’দ্বেগ প্রকাশ
পাশাপাশি গত কয়েক মাসে দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি লেখেন, ‘ভারতের ইতিহাসের অন্ধকার কালকে স্মরণ করিয়ে দিয়েছে গত কয়েক মাস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবলিক প্লেস এবং বাড়ি-ঘরেও হিং’সাত্মক সা’ম্প্রদায়িক উ’স্কানি বয়ে চলেছে। আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলি নাগরিকদের সু’রক্ষা না দিয়ে নিজেদের ধর্ম ত্যা’গ করেছে। ন্যায়বিচারের প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়াও আমাদের হতা’শ করেছে।’
সামাজিক অ’স্থিরতার কারণে ঢাকা পড়ছে অর্থনৈতিক মন্দা
অর্থনৈতিক ম’ন্দার মধ্যে এরকম সামাজিক অ’স্থিরতা নিয়ে উ’দ্বেগ প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘বিনিয়োগকারী, শিল্পপতি এবং উদ্যোক্তারা নতুন প্রকল্প শুরু করতে রাজি নয় এবং তাদের ঝুঁ’কি নেওয়ার ইচ্ছাও হারিয়েছেন। সামাজিক অ’স্থিরতা এবং সা’ম্প্রদায়িক উ’ত্তেজনা কেবল তাদের ভ’য় আরও বাড়িয়ে তুলেছে।’