যে দলের হয়ে আসছেন শোয়েব মালিক !!

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরুর আগে একটি কথা বলা হয়েছিল। ড্রাফট থেকে বাদ দেয়া হয়েছে শোয়েব মালিকের নাম যিনি এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন।

তবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে না থাকলেও বিপিএলে ঠিকই আসছেন শোয়েব মালিক। খেলবেন বিপিএল, থাকবেন অধিনায়ক।

বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের বাইরে গিয়ে দুজন খেলোয়াড় দলে নেয়ার সুযোগ আছে সব দলের। সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে দলে নিয়েছে রাজশাহী রয়্যালস। রাজশাহী রয়্যালসের ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয় তার আসার খবর।

সেখানে বলা হয়- “২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, ৯১২০ রান, এভারেজ ৩৭.২২। সাথে ৫৪টি হাফসেঞ্চুরি এবং স্ট্রাইক রেট ১২৫। সঙ্গে ১৪২টি টি-টুয়েন্টি উইকেট, সেরা বোলিং ফিগার ১৩/৫। নামটি মনে রাখুন শোয়েব মালিক। সে আমাদের অধিনায়ক।”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *