যে দিন খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার !!

বিশ্বজুড়ে ছড়িয়ে পরা করোনা ভা’ইরাসের সংক্রামণ ঠেকাতে মালয়েশিয়ায়ও লকডাউন চলছে। লকডাউন শেষে আগামী জুলাই থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে পারে সে দেশের সরকার। সেক্ষেত্রে বাংলাদেশের কর্মী পাঠাতে সরকার পুরো প্রস্তুত রয়েছে এবং সে দেশের সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

রবিবার (৩১ মে) সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শিগগিরই নতুন ডাটাবেজ করে কর্মী পাঠানোর প্রস্তুতি নেয়া হবে বলেও জানান মন্ত্রী।প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, তারা আশাবাদী আগামী জুলাই থেকেই মার্কেট খুলে দিতে পারে।

লেবার মার্কেট যেদিন খুলবে, আমি সব কিছু নিয়েই তৈরি আছি, এরমধ্যে সব প্রটোকল গুলো যদি আমরা একসঙ্গে করে নিতে পারি তাহলে যেদিন লেবার মার্কেট খুলবে সেদিনই আমরা রেডি আছি। তিনি আরও বলেন, ডাটাবেজ করা মানে যারা যারা যেতে ইচ্ছু, তাদের অন্তর্ভুক্ত করে রাখা। এক সপ্তাহের মধ্যে এ সার্ভারটাকে আমরা সেটআপ করে নেব।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *