যে ব্লাড গ্রুপের করোনা আ’ক্রান্তদের শ্বাসকষ্ট বেশি !!

সম্প্রতি কোভিড-১৯ নিয়ে এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে করোনা সংক্রমণে গুরুতর শ্বাসকষ্টের জন্যে দায়ী হতে পারে রক্তের গ্রুপ। ইতালি এবং স্পেনের হটস্পট শহরের মোট ১৬০০ রোগীর উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে দেখা গিয়েছে যাদের ব্লাড গ্রুপ A Positive, তাদের গুরুতর শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।

সেখানে যাদের ব্লাড গ্রুপ O, তারা সংক্রমণের থেকে অনেকটাই সুরক্ষিত। গবেষকরা জেনোম-ওয়াইড অ্যাসোসিয়েশন অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করেছেন যাদের Sars-Cov-2-এর জন্যে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে তাদের মধ্যে কোন জিন কমন।এই গবেষণা আগামীদিনে বিজ্ঞানীদের সাহায্য করবে বুঝতে কেন বিভিন্ন মানুষের মধ্যে এই রোগ ভিন্ন ভাবে আচরণ করছে।

কারও কারও ক্ষেত্রে রোগের সামান্য অথবা কোনও লক্ষণই পাওয়া যাচ্ছে না, আবার কারও ক্ষেত্রে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এই গবেষণার সঙ্গে যুক্ত বৈজ্ঞানিকরা জানিয়েছেন, ‘গুরুতর কোভিড ১৯-এর আ’ক্রান্ত রোগীদের মৃত্যুর অন্যতম কারণ সিংহভাগ ক্ষেত্রে রেসপিরেটরি ফেলিওর।’ বয়স এবং লিঙ্গ ভেদে আবার বদলে গেছে লক্ষণ। বিভিন্ন সমীক্ষায় একটাই ট্রেন্ড দেখা যাচ্ছে বয়স্ক পুরুষরা বেশি করে আ’ক্রান্ত হচ্ছেন করোনা সংক্রমণে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *