Internation News
রমজানে তারাবি নিয়ে যে সিদ্ধান্ত নিল জর্ডান !!

প্রা’ণঘাতী করোনা ভা’ইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন রমজান মাসে মসজিদে তারাবির নামাজ বন্ধ করার ঘোষণা দিয়েছে জর্ডান সরকার। মঙ্গলবার জর্ডান সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ খালাইলাহ বলেন, আমরা ফরজ নামাজ বাসায় পড়ছি এবং তারাবিও বাসায় পড়বো। করোনা ভা’ইরাসের কারণে সাবধানতার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভা’ইরাসে জর্ডানে এ পর্যন্ত আ’ক্রান্ত হয়েছেন ৩৯৭ জন। মা’রা গেছেন সাত জন।