দেশের খবর
রমজান সামনে রেখে, রোজাদারদের জন্য বানাচ্ছিলেন নকল শরবত !!

মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না…ও বন্ধু। এই গানের কথাগুলা কবে বাস্তবে রূপান্তরিত হবে সেই আশায় বুক বাঁধে হাজারো মানুষ।
নতুন খবর হচ্ছে, রমজান সামনে রেখে রাজধানীর চকবাজার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শরবত বানানোর উপকরণ ও পানীয় জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এধরণের কোমল পানীয় স্বাস্থ্যঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য বিশেষজ্ঞরা।এছাড়া জব্দ করা হয়েছে নকল কসমেটিকস। ভেজাল পণ্য রাখার দায়ে দুই ব্যবসায়ীকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।