রাজধানীতে করোনায় মৃ’ত্যুর সেঞ্চুরি, সর্বোচ্চ আ’ক্রান্ত যে ৩ এলাকায় !!

প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাস এখন বাংলাদেশের ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে। এখন আর কোনো জেলাই করোনামুক্ত নয়। তবে সব থেকে বেশি আ’ক্রান্ত ও মৃত্যু রাজধানী ঢাকাতেই। গত ৮ মার্চ থেকে ৬ মে পর্যন্ত করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে মৃত মোট রোগীর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রাজধানী ঢাকার।ঢাকার বাইরে ঢাকা বিভাগে আরও ৫৬ জনের অর্থাৎ বিভাগের সর্বোচ্চ ১৫৬ জনের মৃ’ত্যু হয়। শতাংশের হিসাবে মোট মৃতের প্রায় ৮৪ শতাংশ ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদফতরের সূত্রে এ তথ্য জানা গেছে। এরমধ্যে ঢাকার সুপার রেড জোনে রয়েছে তিন এলাকা। যার মধ্যে সর্বোচ্চ রাজারবাগে ১৯৯ জন, কাকরাইল ১৬৪ জন এবং যাত্রাবাড়ীতে ১৫৯ জন আ’ক্রান্ত। এরপরেই আছে মুগদা ১৪৯, মহাখালী ১২৭, মোহাম্মদপুর ১১৫, লালবাগ ৯৩, তেজগাঁও ৮৯।
রাজধানীর মোট ১৮১টি এলাকাই এখন আ’ক্রান্ত।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ আট হাজার ৩৫ জন আ’ক্রান্ত হয়েছেন অর্থাৎ মোট আ’ক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ পাঁচ হাজার ৬৭৪ জন (৫৮ দশমিক ৬৫ শতাংশ) এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় দুই হাজার ৩৬১ জন (২৪ দশমিক ৪০ শতাংশ) আ’ক্রান্ত হন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আ’ক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৬৮৪ জন।

করোনাভা’ইরাসে আ’ক্রান্ত সর্বমোট মৃত ১৮৬ জনের মধ্যে ১০০ জন রাজধানী ঢাকায়। এছাড়া ঢাকা জেলায় ৩ জন, কিশোরগঞ্জে ১, মাদারীপুর ২, নারায়ণগঞ্জ ৪১, মুন্সিগঞ্জ ৪, নরসিংদী ১, টাঙ্গাইল ৩, শরীয়তপুর ১।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *