‘রাজাকার’ কমিটির সভাপতির ছেলে নৌকা প্রতীক পেলেন!

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা প্রয়াত ছমছুল হক খানের ছেলে (শান্তি কমিটির চেয়ারম্যানের পুত্র) শহিদুল বারী খান রব্বানিকে নৌকা প্রতীক দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তৃণমূল কর্মীরা হতবাক। মনোনয়ন বাতিল করে একজন যোগ্য প্রার্থীকে সুযোগ দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

সোনাতলা পৌরসভা সূত্রে জানা গেছে, সোনাতলা পৌর এলাকায় অন্তত ১৫ রাজাকার স্বাধীনতা বিরোধী কর্মীর একটি তালিকা, সোনাতলা পৌরসভায় উল্লেখিত নামের তালিকা ৪৬.০০.১০৯৫.১০০.০১.২৬৬.২০২১-৩৮৯ সোয়ারত ২৩ শে সেপ্টেম্বর।

রাজাকারদের স্বাধীনতাবিরোধী নামের তালিকায় আরো দেখা যায় পৌর এলাকার আগুনতাইর এলাকার মৃত ময়েজ খানের ছেলে (পিচ কমিটির সভাপতি) মরহুম শামসুল খান যিনি স্বাধীনতার সময় স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

প্রার্থী রাব্বানী খান দাবি করেছেন তার বাবা কখনো শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন না। তৎকালীন সোনাতলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনি মুক্তিযোদ্ধাদের সার্বিক সমর্থন দিয়েছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *