Jana Ojana
রান্না ঘরে দুই গোখরা সাপ ও ২৬টি ডিম, এরপর…

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রান্নাঘর থেকে ২৬টি ডিমসহ দুইটি গোখরা সাপ উদ্ধার করেছে সাপুড়েরা। শনিবার সকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের জসিম উদ্দিন মাষ্টারের বাড়ির রান্না ঘরের পাকা মেঝে খুঁড়ে ২টি গোখরা প্রজাতির সাপ ও ডিম উদ্ধার করা হয়।
জসিম উদ্দিন মাস্টার স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি জানান, শুক্রবার রাতে একটি সাপ বাড়ির উঠানে দেখে সাপুড়ে আল আমিনকে খবর দেওয়া হয়। এরপর শনিবার সকালে সাপুড়ে আল আমিন রান্নাঘরের পাকা মেঝে খুঁড়ে দুইটি গোখরা প্রজাতির সাপসহ ২৬টি ডিম উদ্ধার করে।
ডিমসহ দুইটি সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় জসিম উদ্দিনের বাড়িতে। সাপুড়ে আল আমিন জানান, এক মাসের মধ্যেই ডিম থেকে সাপের বাচ্চা ফোটার সম্ভাবনা ছিল।