Probashi News
রিয়াদের পর দাম্মামেও বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ চালু (ভিডিও নিউজ)

রিয়াদের পর এবার সৌদি আরবের দাম্মামেও অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য দেয়া বিশেষ সুযোগ চালু করা হয়েছে। এ সুবিধা যেন প্রবাসীরা সহজেই গ্রহণ করতে পারেন, সেজন্য রিয়াদ দূতাবাসের একটি টিম দাম্মামের ফয়সালিয়া নামক স্থানে একটি ইস্তেরাহারে তিন দিনের সেবা প্রদান করছে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের প্রথম সচিব মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম সেখানে এ সেবা প্রদান করছে।