রোহিঙ্গা ইস্যুতে সুচির পাশে দাঁড়াল জাপান !!

রোহিঙ্গা গণহ’ত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে যখন মিয়ানমারের বিচার চলছে, ঠিক এমন সময় প্রথম দেশ হিসেবে মিয়ানমারের পক্ষে অবস্থান করলো জাপান।

জাপানের রাষ্ট্রদূত ইচিরো মারুয়ামা বৃহস্পতিবার বলেন, “আমি মনে করি না মিয়ানমারের সেনাবাহিনী গণহ’ত্যা চালিয়েছে বা তাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল। রাখাইনের সব মুসলিমদের হ’ত্যা করতে তাদের কোনো ইচ্ছা রয়েছে বলেও আমি মনে করি না।”

জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার জন্য গাম্বিয়ার আবেদন আন্তর্জাতিক বিচার আদালত খারিজ করে দেবে বলেও তার সরকার আশা করে।

উল্লেখ্য , শুধু মাত্র কানাডা ও নেদারল্যান্ডস প্রথম খোলাখুলিভাবেই বলেছে যে, তারা এই বিচারে গাম্বিয়ার পক্ষাবলম্বন করবে। কারণ হিসেবে দেশ দুটি বলেছে, বিচারহীনতার সংস্কৃতি প্রতিরোধ করতে ও আন্তর্জাতিক দায়বদ্ধতার স্বার্থে তারা গাম্বিয়ার পক্ষ নিয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *