লকডাউন শিথিল করছে ইরান, খুলে দিচ্ছে মসজিদ !!
করোনাভা’ইরাস আ’তঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রা’ণঘা’তী ভা’ইরাস। করোনার কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশ লকডাউন করেছে। আবার কিছু দেশ লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
করোনার কারণে প্রায় দুই মাস লকডাউন থাকার পর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ইরান। সোমবার থেকে বেশ কিছু অঞ্চলের মসজিদ খুলে দিচ্ছে ইরান। এছাড়াও লকডাউন শিথিল করে শিগগিরই স্কুলও খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।
রোববার ইরানের করোনাভা’ইরাস নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানে করোনা সংক্রমণের কম ঝুঁকিতে থাকা ১৩২টি কাউন্টিতে আগামীকাল থেকেই মসজিদ খুলে দেয়া হবে।
তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা বেশি জরুরি বলে জানিয়েছেন তিনি। ঝুঁকি কম হওয়ায় আগামী ১৬ মে থেকে স্কুলগুলো খুলে দেয়ার চিন্তাভাবনা করছে ইরান।দেশটিতে এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৯৬ হাজারের বেশি মানুষ ও মা’রা গেছেন ৬ হাজার ১৫০ জন।