লবণ বেশি দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা !!
এবার কিশোরগঞ্জে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অভিযানে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী বড় বাজারের ব্যবসায়ী অজয় সাহাকে ১ লাখ টাকা এবং সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, তিনি ভৈরব বাজার মনিটরিংয়ের সময় প্রতি বস্তা লবণ ৫/১০ টাকা বেশি দরে বিক্রির প্রমাণ পেয়েছেন। পরে তিনি লবণের বাড়তি দাম নেওয়া বন্ধ করে দেন।
এদিকে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, বেশি দামে লবণ বিক্রি সংক্রান্ত গুজবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। তাছাড়া ভ্রাম্যমাণ আদালতের কাজও চালানো হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে বুধবার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সভা করা হবে।