লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনলেন মেয়র আরিফ !!
আজ সকালে লাইনে দাঁড়িয়ে খোলাবাজার থেকে টিসিবির পেঁয়াজ কিনলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ ১৮ নভেম্বর সোমবার সকালে সিলেটের কিন ব্রিজ পয়েন্টে টিসিবির পেঁয়াজ বিক্রির অস্থায়ী কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেন।
এ সময় মেয়র গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের কাতারে এসে পেঁয়াজ কিনতে আসা তার প্রতীকী প্রতিবাদ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান মেয়র।
এদিকে আজ সকাল থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাস পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়। এসময়ে ট্রাকের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।
জানা যায়, এসব স্থান থেকে একজন ক্রেতা দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।