লাখ লাখ মুসলমান ভারত থেকে পালিয়ে যেতে পারেনঃ ইমরান খান !!
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুশিয়ারি দিয়ে বলেছেন, বিরোধপূর্ণ কাশ্মীরে কারফিউ ও জাতীয় নাগরিকত্ব আইনের কারণে ভারত থেকে লাখ লাখ মুসলমান পালিয়ে যেতে পারেন।এতে দক্ষিণ এশিয়ায় এমন এক শরণার্থী সংকট দেখা দেবে যা অন্যান্য সংকটকেও ছাড়িয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।বার্তা সংস্থা রয়টার্স ও ডন অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।
জেনেবায় মঙ্গলবার শরণার্থীবিষয়ক বৈশ্বিক ফোরামে তিনি বলেন, এতে এটা কেবল শরণার্থী সংকটের ভেতরেই থেমে থাকবে না, পরমাণু শক্তিধর দুই দেশকে সংঘাতের দিকে ঢেলে দেবে।
সাবেক এই ক্রিকেট তারকা বলেন, আমাদের দেশ অধিক শরণার্থী ধারণ করতে পারবে না। কাজেই এ বিষয়ে বিশ্বকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির দরুণ দক্ষিণ এশিয়ায় আসন্ন বিপুল শরণার্থী সংকট নিয়ে বিশ্বকে সতর্ক হতে বলে ইমরান খান বলেন, গত ৫ আগস্ট থেকে কাশ্মীরে আশি লাখের বেশি লোক অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। যখন অবরোধের অবস্থা শেষ হবে, তখন সেখানে মানবিক সংকট দেখা দেবে।
তিনি বলেন, কাশ্মীরের জনমিতি পরিবর্তন করে রাজ্যটিকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ থেকে মুসলমান সংখ্যালঘু করতে সেখানকার সাংবিধানিক বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করেছে ভারতীয় সরকার। এটাই যদি হয় স্বঘোষিত উদ্দেশ্য, তবে আমরা আরেকটি শরণার্থী সংকটের মুখোমুখি হতে যাচ্ছি।