লেবাননে নিখোঁজ বাংলাদেশি প্রবাসী নারী !!

লেবাননে এক বাংলাদেশি নারীকর্মী নি’খোঁজ হয়েছেন। দেশটির আধুনিক এলাকার ফোল্ডার কোম্পানির কাছাকাছি ২৭ এপ্রিল সকাল ৮টায় তিনি নিখোঁজ হন। তার নাম শারমিন। তিনি মাদারীপুরের কালু বেপারি ও মজিলা বেগমের মেয়ে।

শারমিন বেশকিছু দিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ২৭ এপ্রিল সকালে নিকটবর্তী ফ্যার্মেসিতে সাময়িক ওষুধ নিতে যাচ্ছেন বলে তার স্বামীকে সামাজিক যোগাযোগ মাধ্যম WhatsApp-এ ভয়েস ম্যাসেজে জানান। এরপর থেকে শারমিন বাসায় ফেরেনি এবং তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেনি বলে জানান তার স্বামী আহমেদ।

লেবাননের বিভিন্ন হাসপাতালসহ পরিচিত স্বজনের নিকট খোঁজ নিয়েও শারমিনের সন্ধান পাওয়া যায়নি। তার স্বামী বৈরুতে বাংলাদেশ দূতাবাসে বিষয়টি অবগত করেন। কিন্ত ৫/৬ দিন পরও তার খোঁজ মেলেনি।শারমিনের সন্ধান পেলে বৈরুত দূতাবাস অথবা তার স্বামীকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: দূতাবাস- ৭০৬৩৫২৭৮, স্বামী আহমেদের নাম্বার :৭০৫০০৯১৩।

সুত্রঃ যুগান্তর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *