লোহার মই ওঠাতে গিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু !!
মালয়েশিয়ায় ফ্যাক্টরিতে লোহার মই ওঠাতে গিয়ে ছিটকে পড়ে মোহাম্মদ জাকির হোসাইন (৪০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।স্থানীয় সময় বুধবার বিকেল ৩টার দিকে ক্লাং টোপগ্লোভের নির্মাণ ৩৫ নং ফ্যাক্টরিতে ৩৫ ফুট উপরে লোহার মই ওঠাতে গিয়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাকির হোসাইন ওই ফ্যাক্টরিতে সাব-এজেন্টের মাধ্যমে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ২০০০ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। ঢাকার খিলক্ষেতের বাসিন্দা তিনি।জাকির হোসাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।