শর্তসাপেক্ষে, মার্কেট ও শপিংমল খোলার তারিখ জানালো সরকার !!

সামনে রমজানের ঈদ। বাংলাদেশের যাবতীয় ব্যবসার একটা বড় অংশ এসময়ে হয়ে থাকে। তবে এবার বাংলাদেশে চলছে করোনার আক্রমণ। তবুও সীমিত পরিসরে মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা একটি নির্দেশনায় আগামী ১০ মে থেকে মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। নির্দেশনাটি সব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে সোমবার (৪ মে)।

নির্দেশনায় বলা হয়, হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত আকারে খোলা রাখা যাবে। সেক্ষেত্রে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা প্রয়োগ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, রমজান ও ঈদ-উল-ফিতর সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *