শাকিব খানকে নিয়ে যা বললেন ময়ূরী (ভিডিও)
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798

ঢাকাই চলচ্চিত্রের অতিমাত্রায় আবেদনময়ী নায়িকা ময়ূরী এখন অনেকটা আড়ালেই থাকেন। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন চিত্রনায়িকা ময়ূরী। আড়াল ভেঙে তাকে দেখা গেল নির্বাচনের দিনে। ভোট দিতে এসেছিলেন অনেকটাই নিরবে। সাংবাদিকদের সাথে কথা বললেন চলচ্চিত্রের বর্তমান নানা বিষয় নিয়ে।
ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান থাকার কারণেই এখন যথেষ্ট ভালো সিনেমা হচ্ছে বলে ময়ূরী মনে করেন। তিনি বলেন, ‘আমাদের শাকিব আছে, অবশ্যই ভালো সিনেমা তো হচ্ছেই।’ ময়ূরী বলেন, ‘নির্বাচন হচ্ছে আনন্দ লাগছে। এখানে এসে ভালো লাগছে। এটা সেই আমার এফডিসি আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এফডিসিতে আসা হয়, প্রতি বছরেই আসা হয়। পিকনিকে আসা হয়, কিন্তু পিকনিক তো আর এখানে হয় না বাইরে হয় যে কারণে হয়তো দেখা হয় না।’
কমিটির কাছে প্রত্যাশা কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাই যারা নির্বাচিত হবে তারা শিল্পীদের কল্যাণে কাজ করবে। নতুন কমিটির কাছে এটাই আমার চাওয়া থাকবে। আর চলচ্চিত্র তো নির্মাণ করে প্রযোজকেরা। প্রযোজকেরা এগিয়ে আসলেই ভালো সিনেমা হবে। এটা তো আর আমাদের শিল্পীদের কাজ নয়।’ ময়ূরী বলেন, ‘আমি চলচ্চিত্র ছেড়েছি ২০০৮ সালে। এরপর আমি শুধু একটা চলচ্চিত্র করেছি। এখন চলচ্চিত্রে নেই। পরিবার সংসার নিয়েই আছি। তাছাড়া আমি আমেরিকায় থাকি, সেখানে যাওয়া আসা করি।’ ময়ূরীর দুই সন্তান তাদের নিয়ে এখন সমস্ত চিন্তা-ভাবনা। এই নায়িকা বলেন, ‘আমার যারা ভক্তরা রয়েছেন আমার জন্য দোয়া করবেন। আমার দুই বাচ্চা রয়েছে তাদের জন্য দোয়া করবেন, ভক্তদের কাছে এটাই আমার চাওয়া।’