শীর্ষে মোস্তাফিজ, তালিকায় আরো তিন বাংলাদেশি !!
চলতি বঙ্গবন্ধু বিপিএলের গ্রুপপর্বের ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। আগামীকাল ১৩ জানুয়ারি থেকে প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে একনজরে শীর্ষ উইকেট শিকারির তালিকাটি দেখে নিন-
১২ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়ে এ তালিকায় শীর্ষে আছেন রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান। তালিকায় দুইয়ে আছেন খুলনা টাইগার্সের রবি ফ্রাইলিঙ্ক। তিনি ১২ ম্যাচ খেলে ১৮টি উইকেট শিকার করেছেন।
৮ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে এ তালিকায় তিনে আছেন চট্টগ্রাম চ্যালঞ্জার্সের মেহেদি হাসান রানা। এ তালিকায় চারে আছেন খুলনা টাইগার্সের শহিদুল ইসলাম। ১১ ম্যাচ খেলে ১৬ উইকেট শিকার করেছেন তিনি।
১১ ম্যাচ খেলে ১৬ উইকেট শিকার করেছেন চট্টগ্রামের আরেক দেশি পেসার রুবেল হোসেন। তালিকায় পাঁচে আছেন তিনি।