শুধু করোনাই নয়, যে ১০ সর্বনা’শা হু’মকির সামনে দাঁড়িয়ে মানবজাতি !!

বর্তমানে বিশ্বজুড়ে প্র’লয় সৃষ্টি করেছে আণুবীক্ষণিক জীব করোনা ভাইরাস। গুঁ’ড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দ’ম্ভ। কোন ওষুধ নেই, প্রতিষে’ধক নেই। শুধুই মৃ’ত্যুর অপেক্ষা। তবে সায়েন্স অ্যালার্ট ডটকম দিচ্ছে আরো ভ’য়ান’ক খবর। শুধুই করোনা নয়, মানবজাতির সামনে আরো ১০ সর্বনা’শা হু’মকি রয়েছে।

বছরের মাত্র চার মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্য মানবজাতির অ’স্তি’ত্ব ঝুঁ’কির মুখে পড়েছে। এবছর যে ভ’য়’ঙ্কর দুর্যো’গগুলো এরই মধ্যে আমাদের দেখা হয়ে গেছে সেগুলো হল- মা’রা’ত্মক খরা, ধ্বং’সা’ত্মক দা’বানল, বি’প’জ্জনক ধোঁয়া, শুকনো নগরী। এই ঘটনাগুলো সবই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে দেখা দিয়েছে।

উপরের বিষয়গুলো বি’চ্ছিন্ন হু’মকির মতো মনে হলেও এগুলো একটি বৃহৎ সার্কেলের অংশ যার টু’করাগুলি একে অপরের সাথে সংযুক্ত। কমিশন ফর হিউম্যান ফিউচার কর্তৃক আজ প্রকাশিত ‘একবিংশ শতাব্দীতে বেঁচে থাকার চ্যালেঞ্জ ও সমৃদ্ধি’ শিরোনামের একটি প্রতিবেদনে মানবজাতির জন্য ১০টি সম্ভাব্য বি’প’র্যয়ের কথা বলা হয়েছে। এগুলো সবই চলতি বছরে একটার পর একটা আসতেই থাকবে।

এই ঝুঁ’কিগুলি হল-

১) প্রাকৃতিক সম্পদের হ্রা’স, বিশেষত পানির অভাব দেখা দেবে। ২) বাস্তুতন্ত্রের পতন এবং জীববৈচিত্র্য হ্রাস। ৩) পৃথিবীর বহন ক্ষ’মতা থেকে মানুষের সংখ্যা বৃদ্ধি। ৪) গ্লোবাল ওয়ার্মিং এবং মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তন। ৫) বায়ুমণ্ডল এবং মহাসাগর সহ পৃথিবী ব্যবস্থার রাসায়নিক দূ’ষণ।

৬) খাদ্য নিরা’পত্তাহীনতা বৃদ্ধি এবং পুষ্টির গুণাগুণ ব্যর্থ। ৭) পারমাণবিক অ’স্ত্র এবং গণ-বিধ্বং’সী অন্যান্য অ’স্ত্রের প্রতিযোগিতা। ৮) নতুন এবং অপ্রচলিত রোগের মহামা’রি। ৯) শ’ক্তিশালী, অনিয়ন্ত্রিত নতুন প্রযুক্তির আবির্ভাব। ১০) জাতীয় এবং বিশ্বব্যাপী এই ঝুঁ’কিগুলি প্রতিরো’ধমূলকভাবে বুঝতে এবং কার্যকর করতে ব্যর্থতা।

মানুষের প্রযুক্তিজ্ঞানের অ’পপ্রয়োগ মানবজাতির অ’স্তিত্বের জন্য হু’মকি হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক যু’দ্ধ, বৈশ্বিক উষ্ণায়ন ও জিনপ্রযুক্তি ব্যবহার করে তৈরি করা কৃত্রিম ভাইরাসের মতো মানবসৃষ্ট সম’স্যার কারণে গোটা মানবজাতি আজ ভ’য়ান’ক ঝুঁ’কির মধ্যে রয়েছে। সূত্র : সায়েন্স অ্যালার্ট।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *