শুধু সাকিবের খেলা দেখতে ইন্দোরে চাকরি নিয়েছেন ভারতীয় এক ভক্ত !!

সাকিব আল হাসানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজোড়া। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে বেশ জনপ্রিয় সাকিব, আইপিএল খেলার সুবাদে। স্বভাবতই বাংলাদেশে যেমন তার পাগল ভক্ত আছে, আছে অন্য দেশেও।

বিশাল রাজপুত সেই পাগল ভক্তদের একজন। শুনলে হয়তো অনেকের অবাক লাগতে পারে। রাজপুত এমনই ভক্ত সাকিবের, শুধু তার দেখবেন বলে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীর চাকরি নেন সপ্তাহখানেক আগে। এই স্টেডিয়ামেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট। এই টেস্টটিতে সাকিবকে সামনে থেকে দেখবেন, এমন আশা নিয়েই নিরাপত্তারক্ষী হিসেবে খণ্ডকালীন চাকরি নেন রাজপুত।

সাকিবের প্রতি ভালোবাসা কতটা, সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে বাংলাদেশি এক সাংবাদিককে রাজপুত বলেন, ‘সাকিব ভারতের আইপিএল খেলতে এসেছিল। ইন্দোরেও সে এসেছিল। আমি টিকিট কিনে সেই খেলা দেখতে আসি। কিছুদিন আগে শুনলাম, সাকিব নাকি কি সব ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে। সে কি আর খেলবে না? সে দারুণ একজন ক্রিকেটার, আমি তাকে অনেক পছন্দ করি। বাংলাদেশি সব ক্রিকেটারের মধ্যে আমি তাকেই সবচেয়ে বেশি চিনি। যদি সে আসে, তবে দারুণ হবে। আপনি জানেন, আমি এখানে পার্টটাইমার হিসেবে চাকরি নিয়েছি, শুধুমাত্র তার খেলা দেখার জন্য।’

রাজপুতের বিশ্বাস, টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্টেও ভালো করবে বাংলাদেশ দল। তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আমি ছোটখাটো কাজ করি। বাংলাদেশ-ভারত টেস্টে আমি ৭ দিনের নিরাপত্তারক্ষীর চাকরি নিয়েছি। টাকার জন্য নয় বরং খেলা দেখতে। আমি বাংলাদেশ দলকে খুব পছন্দ করি। তারা দিল্লিতে ভারতকে হারিয়েছে। নাগপুরে আমাদের দল দীপক চাহারের জন্য বেঁচে গেছে। আশা করছি, বাংলাদেশ টেস্টে ভালো খেলবে।’

সাকিব যে এই টেস্টে খেলবেন না, সেটি আগে জানতেন না রাজপুত। আইসিসির নিষেধাজ্ঞার খবর শুনে আকাশ থেকে পড়েছেন তিনি। সাকিবকে নিয়ে এই ভক্ত বলেন, ‘আমি ভেবেছিলাম সাকিব টেস্ট খেলতে আসবে। এখন আপনার কাছ থেকে জানলাম, সে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। এটা খুবই বেদনাদায়ক। কিছুদিন আগেই আমি শুনেছিলাম, সাকিবের কিছু নিয়ে ঝামেলা চলছে। এখন জানলাম কি হয়েছে। সে গ্রেট একজন ক্রিকেটার, কিন্তু আইসিসিকে কেন ফিক্সারদের বিষয়টি জানালো না?’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *