শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রের্কড, তীব্র শীতের আভাস !!

এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়েই চলেছে শীতের তীব্রতা। ভোরবেলা ও সন্ধ্যার পর কনকনে ঠান্ডা বাতাসে কাবু হচ্ছেন সবাই। মাঝরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে। বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শীতের রাজ্য শ্রীমঙ্গলে।

এদিকে ধূসর কুয়াশায় ঢাকা চা বাগান সকাল-সন্ধ্যা পাচ্ছে মায়াবী রূপ। এলাকার জলাশয়গুলো মুখর শীতের পাখির কলতানে। ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা নেমে গেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। গাছের পাতায় লেগেছে হলুদের আভা।

আজ ৪ ডিসেম্বর বুধবার শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সকালে সর্বনিম্ন এই তাপমাত্রা রের্কড করে, যা ছিল সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এ ব্যাপারে আবহাওয়া অফিস জানায়, শ্রীমঙ্গলে রেকর্ডকৃত ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই চলতি শীত মৌসুমে সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিচিত্র হতে শুরু করেছে প্রকৃতির রূপ। চা বাগানের সারি সারি ছায়া গাছগুলো সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে ধূসর কুয়াশায়।

শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারণ্য বাইক্কা বিলসহ হাওর, বিল, জলাশয় ও চা বাগানের লেকগুলোয় আসতে শুরু করেছে অতিথি পাখি। প্রকৃতির এই রূপের সুধা পান করতে পর্যটকের ভিড়ও বাড়তে শুরু করেছে সবুজ-ঘন চা বাগানগুলোয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান বলেন, ‘চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামীতে শীত আরও বাড়তে পারে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *