Internation News
শ্রীলঙ্কায় মুসলিম বহনকারী ১০০ বাসে হামলা !!

ভোট কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া এটা নতুন কোন বিষয় না। এশিয়া মহাদেশে এই দৃশ্য বরাবরই দেখা যায়। তারই ধারাবাহিকতায় শ্রীলঙ্কায় ভোট কেন্দ্রে মুসলিমদের উপর হামলা চালানো হয়েছে। তবে এই হামলার ফলে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (১৬ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দূরে, উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত তান্তিরিমালোতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুসলিম ভোটারদের একশটি বাসে করে নিয়া যাওয়া হচ্ছিল আচমকা তান্তিরিমালো এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। ওই বাসগুলোকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে একদল দুষ্কৃতী।
ভয়ে বাসগুলো থেকে নেমে পড়েন সমস্ত যাত্রী। এরপর দুষ্কৃতীরা বাসগুলোতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।