সকল ক্ষমতাকে হাতের মুঠোই আনতে নতুন ফন্দি আঁটলেন পুতিন !!

গত ৯ আগস্ট কয়েক মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ২০ বছর ক্ষমতায় থাকার কৃতিত্ব অর্জন করলেন ভ্লাদিমির পুতিন। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সাল পর্যন্ত তিনি রুশ প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদ পূর্ণ করবেন। রাজনীতির মাঠে একেবারে শূন্য হাতে এসে ২০ বছরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠে পুতিন।

কিন্তু এই ক্ষমতায়নেও মন ভরেনি পুতিনের। তাই নতুন বছরে পুতিন এমন কিছু প্রস্তাব এনেছেন যা তাকে ২০২৪ সালে রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়ার পরও সর্বময় ক্ষমতার অধিকারী করে রাখবে।

আজ (১৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন প্রস্তাবে পুতিন রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস করে প্রধানমন্ত্রীর ক্ষমতায়নের পরামর্শ দিয়ে সংসদকে আরও ক্ষমতাশালী করার প্রস্তাব এনেছেন। নতুন এই বাড়তি ক্ষমতাধর সংসদের স্পিকার হওয়ার আগ্রহ দেখিয়েছেন পুতিন।

পুতিনের এই প্রস্তাব এটাই প্রমানিত করে যে, রাষ্ট্রপতির পদ ছাড়ার পরেও দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্যই তার এই প্রস্তাব মনে করে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং তার মন্ত্রীসভা পদত্যাগ করেছে।

এছাড়া পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কর বিভাগের প্রধান ৫৩ বছর বয়সী মিখাইল মিশুস্টিনকে মনোনীত করা হয়েছে। রাশিয়ার রাজনীতিতে অপরিচিত মুখ মিশুস্টিনকে আজ রুশ সংসদ ডুমায় প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *