সফরের আগে বাংলাদেশের কাছে যে একটাই চাওয়া আফ্রিদির !!

চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ২৪ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে। অনেক নাটকের পরে সিরিজটি চূড়ান্ত হয়।

এবার এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশের কাছে সেরা দল চেয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। পাকিস্তান সফরে যেন বাংলাদেশ পূর্ণ শক্তির দল পাঠায় এমনটিই চাওয়া আফ্রিদির।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ আসছে এটা আমাদের জন্য সুসংবাদ। দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে এই সিরিজটি অনেক জরুরী ছিল। আর উপমহাদেশে ক্রিকেটের উন্মাদনা তো আছেই।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের পূর্ণ শক্তির দল আসলে অনেক ভালো হবে। আমার কাছে মনে হয় তাহলে ম্যাচগুলো জমজমাট হবে। বিপিএলে আমি দেখে এসেছি অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে বাংলাদেশের। বর্তমান বাংলাদেশ খুবই ভালো একটি দল, যারা যেকোনো কিছু করতে পারে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *