সব ধরনের নি’ষেধাজ্ঞা তুলে নিয়েছে আরব আমিরাত !!

করোনা ম’হামা’রির জন্য দেয়া সব নি’ষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এখন নাগরিকরা সবসময় চলাচল করতে পারবেন।জাতীয় জরুরি সং’কট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সাথে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে দুবাইয়ের সং’কট ও দু’র্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি।

বুধবার রাতে দেশটির গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। এই ঘোষণার মাধ্যমে সারা দিন এবং রাত অবাধে চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক। তবে অবশ্যই মাস্ক পরা এবং সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে সবাইকে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।

উল্লেখ্য, এর আগে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতে অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচলের ওপর কঠোর নি’ষেধাজ্ঞা ছিল।ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে সং’যুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত করোনায় মোট আ’ক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৩৩ জন। এতে মা’রা গেছেন ৩০৭ জন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৪০৫ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *