সব মসজিদ খুলে দিল দক্ষিণ কোরিয়া সরকার !!

করোনাভাটইরাসের সংক্রমণ ঠে’কাতে বিশ্বের বেশ কয়েকটি দেশ লকডাউন করা হয়। জনসমাগম এড়াতে মসজিদও বন্ধ করে দেওয়া হয়। এবার বন্ধ থাকা মসজিদগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া।

করোনায় চীনের পরে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে এই প্রাণঘা’তী ভাটইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে দেশটি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার বন্ধ থাকা মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে।বুধবার থেকে মসজিদ খোলার বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন দিয়েছে কোরীয় মুসলিম ফেডারেশনের (কেএমএফ)। তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে দেশটির সরকার। মসজিদে নামায় আদায়ের ক্ষেত্রে মুসুল্লিদের ফেইস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

একই সঙ্গে ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য পরিচয় ও মোবাইল নম্বর লিখে রাখতে হবে। প্রত্যেক মুসল্লিকে এক মিটার দূরত্বে নামাজে দাঁড়াতে হবে। বিষয়গুলো না মানলে জরিমানা গুণতে হবে ইমামসহ মসজিদে উপস্থিত মুসল্লিদের। বর্তমানে কোরিয়াতে বিভিন্ন শহরে বড় মসজিদের সংখ্যা ২৭টি এবং ছোট ছোট নামাজের ঘর রয়েছে প্রায় ১৮০টি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *