সমর্থকদের ফেলে দেওয়া বোতল কুড়ালেন যুবারা !!
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেট হারানোর পর বাঁধনহারা উদযাপনে মত্ত হয় বাংলাদেশের যুবারা। বিজয় উৎসবের একপর্যায়ে ছিল দলগতভাবে মাঠ প্রদক্ষিণ তথা ভিক্টোরি ল্যাপ পর্ব। তখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেখতে পান মাঠের সীমানা দড়ির ভেতরে অনেক বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যেগুলো গ্যালারি থেকে ছুড়েছেন দর্শকরা।
ভিক্টোরি ল্যাপ দেয়ার পর পড়ে থাকা বোতলগুলো কুড়িয়ে সীমানার ওপারে ফেলে দেন যুবা টাইগাররা। এই কাজ নজর কেড়েছে বিশ্ববাসীর। ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল টুইটার হ্যান্ডলারে এ ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে তারা লিখেছে, ‘সত্যিকারের চ্যাম্পিয়ন! বাংলাদেশের খেলোয়াড়রা তাদের ভিক্টোরি ল্যাপ দেয়ার সময় মাঠে থাকা বোতল কুড়িয়ে বাইরে ফেলে দিয়েছে। সত্যিই অতুলনীয়।’