সম্পূর্ণভাবে ‘করোনামুক্ত’ হলো নিউজিল্যান্ড !!

প্রা’ণঘা’তী করোনা ম’হা’মারী সামলাতে যেখানে হিমশিম খাচ্ছে বিশ্বের বড় বড় দেশগুলো, সেখানে ব্যতিক্রমী নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে এখন কোনো করোনা রোগী নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৮ শে ফেব্রুয়ারির পর থেকে এ প্রথম দেশটিকে ‘করোনাশূন্য’ ঘোষণা দেয়া হলো।

আজ সোমবার (৮ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সবশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৪৮ ঘণ্টা ধরে কোনো উপসর্গ দেখা না দেয়ায় তাকেও আইসোলেশন থেকে মুক্ত করা হয়েছে। দেশটিতে নতুন করে কোনো করোনায় আ’ক্রান্ত রোগী পাওয়া যায়নি, হাসপাতালেও কেউ নেই। নিউজিল্যান্ডের সর্বশেষ করোনা শনাক্ত হয়েছিল গত মাসের ২২ শে মে। করোনামুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমফিল্ড, যারা উদ্বেগের মধ্যে আছেন তাদের জন্য এটা সত্যিই ভালো খবর। সবার জন্য উৎসাহব্যঞ্জক একটি সংবাদ।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, ‘আজ আমরা ঘোষণা করছি নিউজিল্যান্ডে আর করোনা আ’ক্রান্ত কোনো রোগী নেই।’ দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড লিখেছে, ‘আজ কিউইরা এমন একটি অর্জন করেছে, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর জন্য এখনো স্বপ্ন দেখার মতো।’ ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। মারা গেছে ২২ জন। সুস্থ হয়েছে ১৪৮২ জন। দেশটিতে প্রথম কারো শরীরে ভা’ইরাস শনাক্তের পর থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। যার সুফল পেয়েছে তারা হাতেনাতে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *