সহিং’সতায় উত্তাল ভারতের দিল্লি – কঠোর প্রতিবাদ জানালেন টলিউড শিল্পীরা !!

ভারতে মুসলিম বিরোধী আইন নিয়ে সহিং’সতায় উত্তাল ভারতের দিল্লি। গত বুধবার ভারতের নাগরিকত্ব সংশো’ধনী আইনের (সিএএ) বি’রোধিতাকারী এবং উ’গ্র হিন্দুত্ববা’দীদের মধ্যে সংঘ’র্ষের ঘটনায় দিল্লিতে এখন পর্যন্ত ৩৮ জন নি’হতের খবর পাওয়া গেছে। আ’হত অন্তত ২০০ মানুষ।

এমন পরিস্থিতিতে উ’গ্র বাদিদের প্রতি নিন্দা জানিয়েছে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সহিং’সতা বন্ধ করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অবস্থান জানান দিয়েছন তাঁরা।

টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল সাংসদ দেব তাঁর টুইটারে জাতীয় পতাকার ছবি পোস্ট করে লেখেন, ‘আমি দেখতে পাচ্ছি না দিল্লি জ্ব’লছে। আমি কেবল দেখতে পাচ্ছি মানবতা স্তব্ধ। এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। এটা বন্ধ হওয়া দরকার। না হলে জাতি হিসেবে আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হব।’

টলিউডের আরেক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও টুইট করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি লেখেন, ‘দিল্লির অশান্তির ঘটনায় দুঃখিত ও বি;ধ্বস্ত অনুভব করছি। হিংসা জয়ী হতে পারে না। আসুন ভারতীয় হিসেবে এক সঙ্গে এগিয়ে আসি আমরা।’অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও প্রতিবাদ করে টুইট করেন, ‘না, এটা শিউরে ওঠার মতো নয় আর। ব্যাপারটা চলছিল। এবার শুরু হল খোলাখুলি।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *