সাকিবকে সেরা একাদশে রাখার কারণ জানালো ক্রিকেট অস্ট্রেলিয়া !!
ব্যাট এবং বল হাতে একের পর এক তাণ্ডব দেখাতে প্রস্তুত থাকেন সাকিব। সেই সাকিবকেই যে বলা হয় ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আর সেই কারণেই যে সাকিবকে বর্ষসেরা ১১ জনের তালিকায় রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তবে সাকিবকে এই কাতার রাখার জন্য কারণও দেখিয়েছে তারা। কারণ হিসেবে তারা উল্লেখ করে যে সাকিব বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার। তাকে ছাড়া যেন একাদশ ভিত্তিহীনেই বলা চলে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ানডে দল:
রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা।