সাধারণ ছুটির বিষয়ে কাল আসছে সিদ্ধান্ত !!

করোনা ভা’ইরাসে মৃত্যু ও আ’ক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ ছুটি বাড়বে কিনা এ বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত জানাবে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন রোববার গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রতিদিনই করোনারোগী বাড়ছে, সে বিষয়টাও দেখতে হবে। ক্ষুধায় যাতে কেউ কষ্ট না পায়, সবাই যেন খাদ্য সংস্থান করে খেতে পারে, কর্মকাণ্ড করতে পারে; আমরা ভবিষ্যতকে অনিশ্চিত করবো না।

ঝড় একটার পর একটা আসবে, বিভিন্ন দুর্যোগ আমাদেরই মোকাবেলা করতে এগোতে হবে।’ প্রধানমন্ত্রী কাজ করে নিজের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করে দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সেটা মাথায় রেখে হয়তো তিনি ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। এখন ছুটির নির্দেশনা আসবে কিনা জানি না, তবে ২৮ তারিখের সব জানা যাবে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *