সাভারে আ’ক্রান্তদের অর্ধেকেই পোশাক শ্রমিক – জরুরি বৈঠক !!

সাভারে নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছে আরও কয়েকজন পোশাক শ্রমিক। এ নিয়ে আ’ক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেকই তৈরি পোশাক কারখানার শ্রমিক। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ বুধবার (৬ মে) আবারও জরুরি বৈঠকে বসবে উপজেলা প্রশাসন।

প্রশাসনের একটি সূত্র জানায়, সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ায় শ্রমিকদের আ’ক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনাভা’ইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।

তিনি জানান, উপজেলায় সর্বমোট ৬১৭টি নমুনা পরীক্ষার পর ৪৪ জনের করোনাভা’ইরাস শনাক্ত করা হয়। এদের মধ্যে ২০ জনই বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক। এ ছাড়া একজন চিকিৎসক, একজন এমএলএসএস, একজন ইন্টার্ন ম্যাটস, একজন জেলে, একজন সবজি বিক্রেতা ও একজন মুদি দোকানদার আছে। বাকিরা খেটে খাওয়া সাধারণ জনগণ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *