সারারাত পাহারা দিয়েও চুরি হচ্ছে পেঁয়াজ, কৃষকের কান্না !!

বগুড়ার সোনাতলা ও রাজবাড়ীর কালুখালীতে সারা রাত পেঁয়াজ খেত পাহারা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না চাষিদের। রাতের আঁধারে ক্ষেত থেকে পেঁয়াজ চুরির ঘটনা ঘটছে হরহামেশা। বগুড়ার সোনাতলার জোড়গাছা ইউনিয়নে রাতভর ক্ষেত পাহারা দেওয়ার পর ভোরে কৃষক ঘরে ঘুমাতে গেলে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া পেঁয়াজগুলো দুই দিন পরই হাঁটে তোলা হয়। স্থানীয়রা জানায়, গতকাল বুধবার (৫ ডিসেম্বর) ভোরে চোরের দল জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘলকান্দি গ্রামের কৃষক ইয়াছিন বেপারীর দুই শতাংশ জমির পেঁয়াজ চুরি করে নিয়ে যায়।

কৃষক ইয়াছিন জানান, তিনি মাঠে চার শতাংশ জমিতে এবার পেঁয়াজ লাগিয়েছিলেন। এর মধ্যে এক সপ্তাহ আগে দুই শতাংশ জমি থেকে পেঁয়াজ হাটে বিক্রি করেছিলেন ১৫ হাজার টাকায়। বাকি দুই শতাংশ জমির পেঁয়াজ দুই দিন পর বিক্রি করার কথা। পেঁয়াজের দাম একটু বেশি হওয়ার কারণে বেপারীরা ১৮ হাজার টাকা দাম দিতে চেয়েছিলেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর বলেন, ‘খেত থেকে পেঁয়াজ চুরির বিষয়টি শুনেছি। পেঁয়াজের দাম বেশি হওয়ায় চোরেরা ক্ষেত থেকে পেঁয়াজ চুরি করে নিয়ে যাচ্ছে।’ সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে ক্ষতিগ্রস্ত কৃষক এ ব্যাপারে থানায় অভিযোগ করলে তাঁরা তদন্ত করে ব্যবস্থা নেবেন। এদিকে রাজবাড়ীতেও রাতের আঁধারে ক্ষেত থেকে পেঁয়াজ চুরি গেছে। কালুখালীর মাঝবাড়ি ইউনিয়নের খামারবাড়ি গ্রামের কৃষক জোনাব আলীর ক্ষেত থেকে চুরি হয় প্রায় ১০ শতাংশ জমির পেঁয়াজ। এর পর থেকে অনেক চাষিই ক্ষেতে থাকা পেঁয়াজ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। সবাই রাত জেগে ক্ষেত পাহারা দিতে শুরু করেছেন। অনেকে আবার অপরিপক্ব পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছেন বাজারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *