সালমান খান নাচবেন, মমতাজ গাইবেন !!
এবারের বিপিএলটি হচ্ছে বিশেষ বিপিএল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। স্বাভাবিকভাবেই এই বিপিএল ঘিরে চলছে বিশেষ আয়োজন। এবার জানা গেল, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
রবিবার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, বিপিএলের উদ্বোধনী দিনে পারফর্ম করবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশি শিল্পী হিসেবে গান গাইবেন মমতাজ। এছাড়া থাকবেন আরো অনেক দেশি-বিদেশি তারকা।