সিটি নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর !!
নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে আজ শনিবার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ইতিমধ্যেই ফলাফল প্রকাশের কাজ শুরু হয়ে গেছে ।
এদিকে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট নিয়ে সন্তুষ্ট নন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। সিটি নির্বাচনের ভোট নিয়ে শনিবার নিজের ফেসবুক পেজে এমন মন্তব্য করেন তিনি।ভিপি নুর বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যরাতের ভোট ডাকাতির সরকারের প্রতি জনগণের আস্থা কখনোই তৈরি হবে না। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সেটি আমাদের চোখে আঙুল দিয়ে আরেকবার দেখিয়ে দিয়েছে।’
‘শত চেষ্টা করেও সরকার, নির্বাচন কমিশন জনগণকে ভোটদানে কেন্দ্রে নিতে পারেনি। যা স্পষ্টতই নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি জনগণের অনাস্থা এবং অবিশ্বাসের বহিঃপ্রকাশ।’উৎসবের ভোট এখন শঙ্কা ও প্রহসনে পরিণত হয়েছে মন্তব্য করে ভিপি নুর বলেন, ‘এভাবেই কি চলবেই?’।