সিরিয়ার সর্বোচ্চ পদকে ভূষিত হলেন সোলাইমানি !!

জেনারেল কাসেম সোলাইমানিকে সর্বোচ্চ পদকে (মরনোত্তর) ভূষিত করেছে সিরিয়া। তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আব্দুল্লাহ আইয়ুব ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির কাছে এ পদক হস্তান্তর করা হয় সোমবার (১৩ জানুয়ারি)। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ এই নেতা প্রাণ হারান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ থেকে সর্বোচ্চ এই পদকটি পাঠানো হবে।

পদকটি সোলাইমানির পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তেহরানে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় ইরান সব সময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন সালামি। তিনি বলেন, ইরান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে নিজেদের ভৌগোলিক অখণ্ডতা বলে মনে করে এবং এর প্রতি সর্বোচ্চ সম্মান দেখায়। তিনি আরো বলেন, সিরিয়া থেকে সব শত্রু উৎখাত না হওয়া পর্যন্ত ইরান সহযোগিতা অব্যাহত রাখবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *