সিরিয়ায় ৩০ লাখ মানুষের জন্য ১টি করোনা শনাক্তের মেশিন !!

যেহেতু এখনো রোগটির চিকিৎসা আবিস্কার হয়নি তাই মহামারী কোভিড-১৯ মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্র হলো বেশি বেশি মানুষের টেস্ট করানো। যত বেশি সংখ্যক মানুষের করোনা টেস্ট করানো যাবে ততই সেদেশ নিরাপদ রাখা সম্ভব। তবে এদিক থেকে বেশ পিছিয়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সিরিয়া। সিরিয়ার ইদলিব প্রদেশের একটি হাসপাতালে কর্মরত ডাক্তার মোহাম্মাদ শাহিম মাক্কি বলেন, ইদলিবের প্রায় ৩০ লাখ মানুষ বসবাস করেন।

বিশাল এই জনগোষ্ঠীর জন্য মাত্র একটি করোনা টেস্ট মেশিন। যে কারণে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও ডেইলি পাকিস্তান।ইদলিবের ‘মারাত মাসরিন’ নামক এলাকার একটি শিবিরে বাস্তুচ্যুত শিশুদের মধ্যে করোনা ভা’ইরাস সচেতনতা সৃষ্টিতে পুতুল শোর আয়োজন করা হয়।

এই শোতে অংশ নেয় অনেক শিশু। তাদের করোনা ভা’ইরাস সম্পর্কে ধারণা দেয়া হয় এবং কীভাবে চললে ভা’ইরাসটি কোনও ক্ষতি করতে পারবে না সে ব্যাপারে শিক্ষা দেয়া হয়।তাদের উদ্বুদ্ধ করা হয় সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও স্যোশাল ডিস্টেন্স রক্ষা করার প্রতি। সিরিয়ায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত ভা’ইরাসটিতে আ’ক্রান্ত হয়েছে ৩৩ জন। আ’ক্রান্ত হয়ে মারা গেছে ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *